বান্দরবানে পর্যটকবাহী গাড়ীর ক্ষেত্রে যেসব শর্ত প্রযোজ্য

NewsDetails_01

বান্দরবানের পর্যটনস্পটগুলো শুক্রবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শর্তসাপেক্ষে কাল থেকে বান্দরবানের পর্যটন স্পটগুলোর পাশাপাশি পর্যটকবাহী যান চলাচল ও উন্মুক্ত করেছে জেলা প্রশাসন।

NewsDetails_03

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন। করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধ সংক্রান্ত কমিটি কর্তৃক অনুমোদিত গাইড লাইন অনুসারে পর্যটকবাহী গাড়ীর চালকদের যেসব শত মানতে হবে যেসব শর্ত আমরা তুলে ধরছি।

🟣 পর্যটকদের জন্য নির্ধারিত সকল যানবাহনের ধারণ ক্ষমতার ৫০% বা অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে।
🟣 প্রতিবার ভ্রমনের আগে গাড়ী জীবাণুমুক্ত করতে হবে।
🟣 চালক ও যাত্রীদের বাধ্যমূলক মাস্ক ব্যবহার করতে হবে।
🟣 একজন যাত্রীকে গাড়ীর পাশাপাশি দুইটি আসনের একটি আসনে বসিয়ে অপর আসন টি অবশ্যই ফাঁকা রাখার বিষয় টি নিশ্চিত করতে হবে।
আর এসব শর্ত মানতে যথাযথ ব্যবস্থা নিবে বান্দরবান মাইক্রোবাস ও পিকআপ মালিক সমিতি/লাইনম্যান/গাড়ীর মালিক/গাড়ীর চালক।

আরও পড়ুন