বান্দরবানে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারীসহ ২ জন আটক

NewsDetails_01

ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে বান্দরবানে পাসপোর্ট করাতে এসে পুলিশের হাতে
আটক হলেন রোহিঙ্গা নারীসহ ২ জন।

পুলিশ সূত্রে জানা গেছে,আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা নারী জোসনা আক্তার ও তার পিতা পরিচয়দানকারী শহীদ আলম বান্দরবান পাসপোর্ট অফিসে পাসপোর্ট করাতে আসলে তারা ধরা পড়ে। পরে তদন্তে রোহিঙ্গা প্রমাণিত হওয়ার পর তাদের আটক করা হয়।

NewsDetails_03

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন ও পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন,জেলার লামা উপজেলার ইয়াংছা
এলাকার ঠিকানা ব্যবহার করে জেলা শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা শহীদ আলম
কে পিতা পরিচয় দিয়ে এই রোহিঙ্গা নারী পাসপোর্ট অফিসে পাসপোর্ট করাতে আসে।

তিনি আরো বলেন, পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে যাচাই-বাছাইয়ের পর জোসনা আক্তার রোহিঙ্গা হিসেবে প্রমাণিত হয়। পরে তাদের আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে এসে পুলিশে সোপর্দ করা হয়।

প্রসঙ্গত, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে নানা উপায়ে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ এবং ভোটার তালিকাভুক্ত হয়ে পাসপোর্ট করার জন্য মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যে বান্দরবানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন