বান্দরবানে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সংবাদ সম্নেলন

NewsDetails_01

বান্দরবানে সহকারী শিক্ষকদের সংবাদ সম্নেলন
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বেতন বৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্নেলন করেছে বাংলাদেশ সহকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বান্দরবান জেলা শাখা। আজ শুক্রবার সকালে বান্দরবান প্রেসক্লাবে এই সংবাদ সম্নেলন করেন বাংলাদেশ সহকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বান্দরবান জেলা শাখা। এই সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের পর থেকে প্রধান শিক্ষকদের সাথে সহকারি শিক্ষকদের বেতনের ব্যবধান বেড়েছে ৩ ধাপ। এতে সহকারি শিক্ষকরা বেতন বৈষম্যসহ সামাজিক মর্যাদাহানির শিকার হচ্ছেন। আগামী ২২ ডিসেম্বরের মধ্যে এই দাবি পূরণ না হলে ২৩ ডিসেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি’র জেলা আহবায়ক মেনি প্রু। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং জেলা ও উপজেলার প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষকরা ।

আরও পড়ুন