বান্দরবানে ফের করোনায় আক্রান্ত ২৪ জন : মোট ১৬৩ জন

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় করোনায় নতুন আক্রান্ত হয়েছে ২৪ জন। আর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৬৩ জন। ১৬৩ জনের মধ্যে পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ এর যৌথ পরিবারের মোট ১৬ জন করোনায় আক্রান্ত।

আজ শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে জেলার সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা পাহাড়বার্তাকে এ তথ্য জানান।

NewsDetails_03

স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তরা বেশির ভাগ জেলা সদরের বাসিন্দা। ইতোমধ্যে জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ৩২ জন। স্বাস্থ্য বিধি না মানা আর অসচেতনতার কারণেই জেলার সব উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।

বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা আরো জানান, এই পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে নাইক্ষ্যংছড়িতে একজন মারা গেছে। জেলায় করোনা রোগী বাড়ছে, এটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক। মানুষজন সচেতন এবং সতর্ক হয়ে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ রোধ করা কোনো ভাবেই সম্ভব নয়।

প্রসঙ্গত, গত ১০ জুন করোনা সংক্রমণ রোধে বান্দরবান সদর উপজেলা ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করে জেলা প্রশাসন।

আরও পড়ুন