বান্দরবানে বলী খেলায় চ্যাম্পিয়ন তারিকুল ইসলাম

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র কাছ থেকে পুরষ্কার নিচ্ছেন তারিকুল ইসলাম
পুরাতন বছরের বিদায় আর নববর্ষের আগমনকে ঘিরে বান্দরবানে বলী খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে শহরের রাজার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় তারিকুল ইসলাম।
এসময় বলী খেলায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে বলীরা জড়ো হয়, আর বলী খেলা উপভোগ করতে রাজার মাঠে ঢল নামে হাজারো জনতার ঢল। বাদ্যযন্ত্রের সুর আর সকলের করতালির মধ্য দিয়ে চলে বলীদের যুদ্ধ।
এসময় বিভিন্ন জেলার অর্ধশত বলী এই খেলায় অংশ নেয় এবং খেলায় চ্যাম্পিয়ন হয়ে এক ভরি স্বর্ণের মেডেল ও নগদ ৭ হাজার টাকা অর্জন করে কক্সবাজারের জেলার মহেশখালী উপজেলার মো: তারিকুল ইসলাম (জীবন)। আর রানার আপ হয়ে অর্ধ ভরি স্বর্ণের মেডেল ও নগদ ৫হাজার টাকা অর্জন করে কক্সবাজারের চকরিয়া উপজেলার মো:বাদশা আলম।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার,পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ সহ সরকারি বেসরকারী কর্মকর্তারা।

আরও পড়ুন