বান্দরবানে বাড়ছে করোনা রোগী : নতুন আক্রান্ত আরো ১১জন

NewsDetails_01

বান্দরবানে নতুন করে আরো ১১জন করোনা রোগী সনাক্ত হয়েছে, সনাক্ত ব্যক্তিরা বান্দরবান সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে বান্দরবান জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮৫ জনে।

বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়,বান্দরবান জেলায় এ পর্র্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮৮৫জন আর ৭৭৯জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১হাজার ১শত ৬জন ছিল তার মধ্যে ১হাজার ১শ৩ ৬জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে,প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১শত ১১জন ছিল এর মধ্যে ১শত ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

NewsDetails_03

বান্দরবানের সিভিল সার্জন ডা:অংসুইপ্রু মারমা জানান,এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৭শ ১৪জনের,তার মধ্যে রির্পোট এসেছে ৫হাজার ৪শত ৮৩ জনের,এদের মধ্যে ৮৮৫ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তিনি আরো জানান, জেলায় করোনার উপর্সগ নিয়ে এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা:অংসুইপ্রু মারমা আরো জানান,বান্দরবানে নিয়মিতিভাবে করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই তুলনায় জনসাধারণের মধ্যে সচেতনতার বড়ই অভাব।

সিভিল সার্জন ডা:অংসুইপ্রু মারমা আরো জানান,করোনা প্রতিরোধে আমাদের সকলকে কাজ করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন