বান্দরবানে বিজিবির জন্য আন্তর্জাতিক শরনার্থী সুরক্ষা বিষয়ক কর্মশালা

NewsDetails_01

dsc0450বান্দরবানে বিজিবির জন্য দুইদিন ব্যাপি আন্তর্জাতিক শরনার্থী সুরক্ষা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। রোববার সকালে জেলা সদরের ভেনাস রিসোর্টে এই কর্মশালা শুরু হয়।
এই সময় বান্দরবান সদর সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার লে: কর্নেল হাবিবুল হাসান (পিএসসি) উক্ত কর্মশালার উদ্ভোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মেজর গৌতম কুমার রায়, ইউএনএইছসিআর এর সহকারী সুরক্ষা কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ. প্রটেকশন কর্মকর্তা মিনহাজুল ইসলাম প্রমুখ। উক্ত কর্মশালায় আলীকদম ৫৭ ব্যাটেলিয়ান, বলিপাড়া ৩৩ ব্যাটেলিয়ান, রুমার ৫৩ ব্যাটেলিয়ান এর বিজিবির ২৫ সদস্য অংশগ্রহন করেন। প্রসঙ্গত, গত ৫ এবং ৬ অক্টোবর রাঙামাটিতে আন্তর্জাতিক শরনার্থী সুরক্ষা বিষয়ক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন