বান্দরবানে বিশ্ব প্রবীণ দিবস পালিত

NewsDetails_01

বান্দরবানে বিশ্ব প্রবীণ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
“ভবিষ্যৎ অগ্রসরে : সমাজে প্রবীণদের দক্ষতা, অবদান এবং অংশগ্রহণ নিশ্চিত করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, বান্দরবান জেলার সভাপতি বাদশা মিয়া মাষ্টার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান, নেজারত ডেপুটি কালেক্টর আলী নূর খান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমনসহ প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা।
আলোচনা সভায় বক্তরা বলেন প্রবীণরা বিশ্বব্যাপী দুর্ব্যবহার, অবহেলা, নির্যাতন ও শোষণের সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত। প্রবীণদের প্রতি এ আচরণের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে বিশ্ব প্রবীণ দিবস কে স্বাগত জানান অতিথিরা।

আরও পড়ুন