বান্দরবানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

NewsDetails_01

অপুষ্টি জনিত অন্ধত্ব নিমূল এবং অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষে বান্দরবানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ শুরু হয়েছে ।

৪ অক্টোবর (রবিবার) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান,জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে ও স্বাস্থ্য বিভাগ বান্দরবানের আয়োজনে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০এর উদ্বোধন করেন সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা। এসময় ৬-১১ মাস বয়সী ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ খাওয়ানোর কার্যক্রম শুরু করা হয়।

NewsDetails_03

উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা সাসুইচিং মার্মা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা. মো:সালাউদ্দিন কাদের,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা,স্বাস্থ্য পরিদর্শক দোলন দাশ,স্যানিটারী পরিদর্শক মিথুন বড়ুয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান জেলায় এবারে ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৬৫ হাজার ৯শত ৫০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও পড়ুন