বান্দরবানে ভ্রাম্যমান আদালতের অভিযান

NewsDetails_01

বান্দরবান শহরের ফিস্ট রেস্টুৃরেন্টকে জরিমানা
ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহ ও ভেজাল প্রতিরোধ করার লক্ষ্যে বান্দরবানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবান উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নোমান হোসেন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় অভিযানে বান্দরবান সদরের বেশ কয়েকটি খাবার দোকানে অভিযান পরিচালনা করা হয় এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রান্না করে খাবার পরিবেশনের দায়ে রুপসী বাংলা হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ফ্রিজে অস্বাস্থ্যকর অবস্থায় কাচাঁ ও অর্ধ সিদ্ধ মাছ ও মুরগির মাংস একসাথে সংরক্ষণ করার অপরাধে ফিস্ট রেস্টুৃরেন্টকে ৫হাজার টাকা জরিমানা করা হয় ।
এসময় ভ্রাম্যমান আদালতের দল পানি সরবরাহ করার সরকারি কোন অনুমতিপত্র না পাওয়ায় পানি সরবরাহের একটি প্রতিষ্ঠানকে পানি সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন জানান, বান্দরবানে সকল পর্যটক ও ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে এবং আগামীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন