বান্দরবানে ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীকে জরিমানা

NewsDetails_01

সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় বান্দরবান বাজারের ৫ ব্যবসায়ীকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার (১৭ মে) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান এই অভিযানে নেতৃত্ব প্রদান করে।

অভিযানে দোকানপাট খোলা রাখার অভিযোগে বান্দরবান বাজারের এম. কে. আয়রণ এন্ড স্টিলকে ৩ হাজার টাকা, আল আমিন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, এম আই মোবাইল শো রুমকে ৫ হাজার টাকা, মীম ক্রোকারিজ স্টোরসকে ১ হাজার টাকা , সুজন বস্ত্রালয়ের স্বত্বাধিকারীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

NewsDetails_03

এছাড়াও সামাজিক দূরত্ব না মেনে মোটর বাইকে দুইজন সহযাত্রী নিয়ে যাতায়াত করার দায়ে একজনকে ৫শত টাকা জরিমানা করা হয়।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান বলেন, বান্দরবানে শপিং মল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এরপরও কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান বাইরে থেকে তালা লাগিয়ে ভেতরে বিক্রি কার্যক্রম চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।

তিনি আরো বলেন, বাজারে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখার স্বার্থে সদরের বাজার, বালাঘাটা বাজার, কালাঘাটা বাজার,মেঘলা বাজার,সুয়ালক বাজারে আমরা আমাদের তদারকি কার্যক্রম অব্যাহত রেখেছি। এছাড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার স্বার্থে আমরা সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুন