বান্দরবানে শনিবার হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

NewsDetails_01

%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8নারায়ণগঞ্জের নাসিরনগরসহ দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, মন্দিরে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে শনিবার বান্দরবান পার্বত্য জেলায় মানববন্ধন করবে হিন্দু সম্প্রদায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,শনিবার সকাল নয়টায় শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনায় উক্ত এলাকার সাংসদ, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগের দাবি জানানো হবে বলে জানা গেছে। কেন্দ্রিয় পূজা উদযাপন কমিটি, বান্দরবান সনাতনী যুব পরিষদ, আশীর্বাদ সংঘ, সনাতনী বন্ধনসহ বিভিন্ন সংগঠন উক্ত মানববন্ধনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আরও পড়ুন