বান্দরবানে শিশুদের ফুড রেশন, স্বাস্থ্য সামগ্রী ও পোষাক বিতরণ

NewsDetails_01

বান্দরবানে শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভালপমেন্ট কনর্সান (সিডিসি) এর উদ্যোগে নিবন্ধীত শিশুদের মধ্যে ফুড রেশন,স্বাস্থ্য সামগ্রী ও বিদ্যালয়ের পোষাক বিতরণ করা হয়েছে।

NewsDetails_03

আজ ১৬ মার্চ (মঙ্গলবার) সকালে জেলা সদরের উজানী পাড়ায় কমিউনিটি ডেভালপমেন্ট কনর্সান (সিডিসি) এর অফিসের হলরুমে নিবন্ধীত শিশুদের মধ্যে এই ফুড রেশন, স্বাস্থ্য সামগ্রী এবং বিদ্যালয়ের পোষাক বিতরণ করা হয়।
এসময় প্রকল্পের নিবন্ধীত ৩শত ৬জন শিশুদের সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রতি পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি মশুর ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ৪টি সাবান, ৫ টি মাক্স ও ১টি টুথ পেস্ট প্রদান করা হয় এবং ২০৮জন প্রাইমারী ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীকে বিদ্যালয়ের পোষাক বিতরণ করা হয়।

এসময় বান্দরবান সদর উপজেলা নির্বাচন অফিসার পরান্টু চাকমা, প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম (লালরিন), সমাজকর্মী লালদতসাং, বীনা সাতেক বমসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন