বান্দরবানে শুরু হল প্রমিত বাংলা উচ্চারণ বিষয়ক প্রশিক্ষণ

NewsDetails_01

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশবিশেষ বান্দরবান পার্বত্য জেলায় পাঁচদিন ব্যাপী প্রমিত বাংলা উচ্চারণ প্রশিক্ষণ শুরু হয়েছে ।

রবিবার সকালে (২০ সেপ্টেম্বর) জেলা সদর রেস্ট হাউজে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি শিক্ষকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় ।

NewsDetails_03

এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিয়ং ইয়ং ম্রো এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী এটি এম কাউছার ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: শেখ শহিদুল ইসলাম, জেলা প্রাথমিক কর্মকর্তা মো: সফিউল আলম।

এ সময় বক্তারা প্রমিত বাংলা উচ্চারণের গুরুত্ব তুলে ধরেন ।

আরও পড়ুন