বান্দরবানে শুরু হয়েছে কৃষি মেলা

NewsDetails_01

সপ্তাহব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর
স্বাস্থ্য, পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছে লাগাই এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বনজ, ভেষজ ও ফলজ মেলা । বৃহস্পতিবার বিকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর । উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলায় বিভিন্ন স্টলে পরিদর্শন করেন । পরে এক আলোচনা সভার আয়োজন করা হয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক । এ সময় জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রাসরণ অধিপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস, বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আককাস আহমেদ । মেলায় বনজ, ফলজ ও ভেষজ চারা নিয়ে ৩০টি স্টল অংশগ্রহণ করে ।এছাড়াও বিকালে দর্শনার্থীদের ভীড় ছিল চোখে পড়ার মত । আগামী ১৬ আগস্ট শেষ হবে এই মেলা ।

আরও পড়ুন