বান্দরবানে শেষ হলো বিতর্ক উৎসব

NewsDetails_01

NewsDetails_03

“যুক্তির আলোয় শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক” এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে শেষ হয়েছে বিতর্ক উৎসব। আজ বৃহস্পতিবার বিকালে শহরের ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিটিউটের মিলনায়তনে বিতর্ক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বান্দরবান ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের সভাপতি আহসানুল আলম রুমুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো: শফিকুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাস, বান্দরবান ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের সাধারণ সম্পাদক এনএ জাকির, সদস্য ইমরান উদ্দিন বাবু, শিমুল দাশসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা।
বির্তক প্রতিযোগীতায় সিনিয়র গ্রুপে বান্দরবান সরকারি কলেজকে হারিয়ে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিজয়ী হয়। জুনিয়র গ্রুপে লামা সরকারি উচ্চ বিদ্যালয় কে হারিয়ে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। পরে অতিথিবৃন্দরা বির্তক প্রতিযোগীতায় অংশ গ্রহন কারী বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। গত ৮ এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতায় জেলার ৪টি কলেজ এবং ১৪টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহন করেন।
প্রসঙ্গত, ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ এর আয়োজনে অনুষ্ঠিতব্য বান্দরবান বিতর্ক উৎসবে মিডিয়া পার্টনার হিসাবে আছে পাহাড়ের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা, চ্যানেল নাইন ও দৈনিক মানবজমিন।

আরও পড়ুন