বান্দরবানে শেষ হল ট্যুর ডি সিএইচটি মাউন্টেয়ন বাইক প্রতিযোগিতা

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর বান্দরবান জেলা স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার ও পদক তুলে দেন
পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে সারাবিশ্বের কাছে তুলে ধরতে পার্বত্য জেলা বান্দরবান হয়ে গেল ট্যুর ডি সিএইচটি মাউন্টেয়ন বাইক প্রতিযোগিতা ।
২৪শে মার্চ থেকে শুরু হয়ে তিন দিন ব্যাপি এই প্রতিযোগিতা খাগড়াছড়ির সাজেক হয়ে বান্দরবানের নীলগিরি পর্যন্ত ২৫০ কি.মি পথ পাড়ি দেয় সাইক্লিস্টরা । এবারের প্রতিযোগিতায় নারীসহ দেশের ৪২ জন সাইক্লিস্ট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন । পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করা হয় ।
রবিবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর বান্দরবান জেলা স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার ও পদক তুলে দেন । প্রতিযোগিতায় ৯ ঘণ্টা ৪২ মিনিটি ৩৩ সেকেন্ড ব্যয় করে প্রথম হন ঢাকার আলাল উদ্দিন । ৯ ঘণ্টা ৫৯ মিনিটি ২২ সেকেন্ড ব্যয় করে ২য় স্থান অর্জন করেন একই জেলার আব্দুল্লাহ দ্রুব এবং ১০ ঘণ্টা ১৪ মিনিট ১৪ সেকেন্ড ব্যয় করেন ঢাকার মেহেদি হাসান । প্রতিযোগিতায় বেস্ট ডিফেন্ডার নির্বাচিত হন মেহেদি হাসান এবং বেস্ট প্রাইমার নির্বাচিত হন আলাউদ্দিন ।পরে প্রধান অতিথি প্রথম স্থান অধিকারীকে ৮০ হাজার টাকার প্রাইজ মানি তুলে দেন

আরও পড়ুন