বান্দরবানে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসাবে জয়লাভ করলেন মেহ্লা অং মারমা

রোয়াংছড়ি সদর ইউপি নির্বাচন

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ৯টি ভোট কেন্দ্রের ফলাফল অনুসারে ২ হাজার ৫৭৯ ভোট পেয়ে ৯৫৯ ভোটের ব্যবধানে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মেহ্লাঅং মারমা। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আনারস প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী উমংসিং পেয়েছেন ১ হাজার ৬২০ ভোট।

সূত্রে জানা যায়, মেহ্লা অং মারমা এবারের নির্বাচনের সর্বকনিষ্ঠ প্রার্থী। যার বয়স মাত্র ২৬ বছর। সে রোয়াংছড়ি উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

NewsDetails_03

এই ব্যাপারে আওয়ামীলীগ মনোনিত বিজয়ী চেয়ারম্যান মেহ্লাঅং মারমা পাহাড়বার্তা’কে বলেন, সাধারন মানুষের ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছি। শিক্ষা, স্বাস্থ্য, আর্থ সামাজিক উন্নয়নকে গুরত্ব দিয়ে নিষ্ঠার সাথে সাধারণ মানুষের জন্য জনবান্ধব কাজ করে যাবো।

জানা যায়, রোয়াংছড়ির ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মেহ্লাঅং মারমা, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে লড়ছেন উমংসিং মারমা এবং চশমা প্রতীক নিয়ে লড়ছেন, সাবেক ইউপি চেয়ারম্যান সাহ্লামং মারমা। রোয়াংছড়ি সদর ইউনিয়নে ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেও মূলত: প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ছিলেন স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী’র উমংসিং মারমা সাথে নৌকা প্রার্থী’র মেহ্লঅং মারমা।

আরও পড়ুন