বান্দরবানে হাতির আক্রমনে একজনের মৃত্যু

NewsDetails_01

elephantsবান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউপিস্থ কদুখোলা নতুন পাড়া এলাকায় মোঃ সিরাজ (৬৬) নামে এক ব্যক্তি বন্য হাতির আক্রমনে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাতটার দিকে ১০-১২টি বন্য হাতি কদুখোলা নতুন পাড়া এলাকায় আসলে স্থানীয়রা এদিক ওদিক ছোটাছুটি করার সময় মোঃ সিরাজ তার বসতঘরের পূর্ব পাশে হাতির পদদলিত হয়ে মারা যান। এছাড়াও বন্য হাতি এলাকায় বিভিন্ন লোকের বসতবাড়ির ক্ষয়ক্ষতি সাধন করে। এদিকে ঘটনার পর বনবিভাগের কর্মকর্তা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ বন্য হাতির আক্রমনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন
বান্সদরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ বলেন, “পাহাড় কেটে বন-জঙ্গল উজাড় করে ফেলার কারনে বন্য হাতিরা খাবারের সন্ধানে জনবসতিতে এসে হানা দিচ্ছে। অবৈধভাবে পাহাড় কর্তন, বনাঞ্চলের গাছ কর্তন রোধ করার জন্য এলাকাবাসীকে আহব্বান জানান তিনি।

আরও পড়ুন