বান্দরবানে ৫ হাজার মাস্ক দিলো কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি

NewsDetails_01

করোনার ২য় ডেউ মোকাবেলায় সাধারণ জনগণকে প্রদানের জন্য বান্দরবানের জেলা প্রশাসকের হাতে ৫ হাজার মাস্ক তুলে দিলে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বান্দরবান জেলা শাখার নেতৃবৃন্দরা।

আজ ১৮ মার্চ (বৃহস্পতিবার) বিকালে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি এর হাতে এই মাস্ক তুলে দেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বান্দরবান জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শফিকুর রহমান। এসময় তিনি জেলা প্রশাসককে এই মাস্কগুলো জেলার অসহায় গরীব জনসাধারনকে প্রদানের অনুরোধ জানান।

NewsDetails_03

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ৫হাজার মাস্ক গ্রহণ করেন এবং করোনা মোকাবেলায় সবাইকে মাস্ক পরিধান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি শিমুল কান্তি দাশ, সহ-সভাপতি উত্তম কুমার দাশ,নির্বাহী সদস্য তমাল কান্তি বৈদ্য, নির্বাহী সদস্য স্বপন কান্তি দাশ, মোঃ আবদুল মোমিনসহ সমিতির অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন