বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে চেয়ারম্যান ক্য শৈ হ্লা

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে করেছেন।

আজ বুধবার (১৯ অক্টোবর) সাড়ে ১১ টার দিকে তিনি হাসপাতালে ঢোকেন। এসময় তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে বেড়ান। হাসপাতালের বিভিন্ন জায়গায় অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখতে পান ।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী এবং হাসপাতালের চিকিৎসক ও নার্সরা । এছাড়া হাসপাতালে থাকা রোগীদের থেকে সদর হাসপাতালের চিকিৎসা সেবা সম্পর্কে জিঙ্গেস করেন।

পরে বান্দরবান সদর হাসপাতালের রোগী বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠাতে কাজ করছেন অফিস সহায়ক তোফাজ্জল হোসেন। রোগীদের এমন অভিযোগ সহ তোফাজ্জলের বিভিন্ন অনিয়মের কথা সিভিল সার্জনকে জানান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

NewsDetails_03

অফিস সহায়ক তোফাজ্জল হোসেন এবং হাসপাতালের অপরিষ্কার অপরিচ্ছন্নতা বিষয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে চেয়ারম্যান ক্য শৈ হ্লা চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা সাংবাদিকদের বলেন, সরকারি হাসপাতালে গরিবদের চিকিৎসা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছনতা আরও করতে হবে। গরিব রোগী যেন কোন মতে বাহিরে না যায় সে বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে । হাসাপাতালের মানোন্নয়নে কি কি করা যায় সেটা চিহ্নিত করে পদক্ষেপ নেয়া হবে। সেবাদানে ওয়ার্ডবয়, নার্সরা অবহেলা করছে কিনা সেটাও আজ দেখলাম।

২০০৫ সালে ৫০ থেকে ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয় বান্দরবান সদর হাসপাতালকে।

আরও পড়ুন