বিলাইছড়িতে দুই কিশোরী নির্যাতনের ঘটনায় সংবাদ সম্মেলন

NewsDetails_01

বিলাইছড়িতে দুই কিশোরী নির্যাতনের ঘটনায় সংবাদ সম্মেলন
রাঙামাটি বিলাইছড়িতে দুই কিশোরীর উপর নির্যাতনের ঘটনা কেন্দ্র করে স্থানীয় একটি রাজনৈতিক দল মিথ্যা প্রচারনা চালিয়ে পার্বত্য এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। বুধবার ২৪জানুয়ারী দুপুরে রাঙামাটি প্রেসক্লাবে বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নের নির্যাতিত পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে নির্যাতিত কিশোরীর বাবা উ সুই শিং মারমাা, মা সুই ক্রা চিং মারমা ও ভাই অংসিং থোয়াই মারমাসহ তাদের অভিভাবক রাসেল মারমা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২১ জানুয়ারী একদল স্থানীয় অজ্ঞাত যুবক ফারুয়ার ওড়াছড়ি গ্রামে বসত ঘরে ঢুকে দুই কিশোরীকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। কিন্তু এই ঘটনাকে পুঁজি করে নিরাপত্তা বাহিনীকে জড়িয়ে স্থানীয় একটি আঞ্চলিক রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। যা আদৌ সত্য নয়। এতে পরিবারের মান মর্যাদা মারাত্মক ভাবে ক্ষুন্ন হচ্ছে বলেও দাবী করা হয়।
সংবাদ সম্মেলনে, ষড়যন্ত্রকারীদের মিথ্যা প্ররোচনায় জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য নির্যাতিত পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

আরও পড়ুন