বিলাইছড়িতে পূজারীদের উপর সন্ত্রাসীদের গুলি বর্ষণ : শিশু গুলিবিদ্ধ

NewsDetails_01

রাঙামাটির দূর্গম বিলাইছড়ি উপজেলায় একদল পূজারীদের উপর গুলি বর্ষণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত শিশুটির নাম সুনীল তঞ্চঙ্গ্যা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভিক্ষুক ও শ্রবণসহ ১০জনের একটি পূজারী দল নৌকাযোগে উপজেলার ৩ নং ফারুয়া ইউনিয়নে বৌদ্ধু ভিক্ষুক ডা: দীপংকর মহাথের ভান্তের সাথে দেখা করার জন্য যাত্রা করে। এসময় পূজারীদের বহনকারী নৌকাটি ওই ইউনিয়নের উলুছড়িস্থ মাসকুমড়া নামক এলাকায় পৌছলে পাহাড়ে ওত পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা পূজারীদের লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে নৌকায় অবস্থান করা নয় বছরের শিশুসুনীল তঞ্চঙ্গ্যার মাথায় গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শিশুটিকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর জন্য রওনা করেছে বলে তারা জানান। তবে শিশুটির নাম জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন জানান, আমাদের পুলিশ বাহিনীর একটি দল ঘটনাস্থলে রওনা করেছে,তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন