বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের ঈদ উপহার বিতরণ

NewsDetails_01

বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের ঈদ উপহার বিতরণ
“আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে”বান্দরবানের সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিলেন বীর বাহাদুর ফাউন্ডেশন। আজ রবিবার সকালে বান্দরবানের রাজার মাঠ এলাকায় বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
বীর বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি খলিলুর রহমান সোহাগ এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সাবেক যুবনেতা চৌধুরী প্রকাশ বড়–য়া,সাবেক ছাত্রনেতা মো.মহিউদ্দিন,সাবেক ছাত্রনেতা তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ,সাবেক ছাত্রনেতা আকাশ চৌধুরী, সাবেক ছাত্রনেতা শৈমং সিং মার্মা সাজু,ছাত্রনেতা মোহম্মদ ঈসমাইল,বীর বাহাদুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলু,ছাত্রনেতা আক্তার হোসেন শিবলুসহ বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাবঞ্চিত শিশুরা।
বীর বাহাদুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলু জানান, “আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে” বান্দরবান জেলার বিভিন্ন এলাকার ১শ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আজ আমরা বীর বাহাদুর ফাউন্ডেশনের পক্ষে থেকে শিশুদের ঈদ বস্ত্র বিতরণ করছি। আমরা ২০১৮ সাল থেকে বান্দরবানের বিভিন্ন পর্যায়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিনামূল্য স্কুল কলেজে ভর্তি,বিনামূল্য পাঠ্যবই বিতরণ,শিক্ষাসামগ্রী বিতরণ করেছি।

আরও পড়ুন