বুদ্ধের বাণী ও আদর্শ ধারণ করলে হানাহানি বন্ধ হবে : ক্য শৈ হ্লা

NewsDetails_01

পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলনে বৌদ্ধ ধর্মীয় গুরুর পাশে অনুষ্ঠানের প্রধান অতিথি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা
বিশ্বের শান্তির জন্য গৌতম বুদ্ধের বাণী ও আদর্শ ধারণ করলে বিশ্বে যেভাবে জাতিতে জাতিতে হানাহানি হচ্ছে,তা বন্ধ হবে। বান্দরবান পার্বত্য জেলায় গত শুক্রবার শুরু হওয়া পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলনের আজ শনিবার শেষ দিনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
আজ শনিবার সকালে বান্দরবান শহরের অরুণ সারকী টাউন হলে ২য় দিনের মতো অনুষ্ঠান শুরু হয়ে বিকালে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এসময় প্রধান অতিথি ক্য শৈ হ্লা ধর্মীয় গুরুদের উদ্দ্যেশে আরো বলেন, আপনারা ধর্মীয় গুরু, আপনাদের ভ‚মিকায় এলাকায় শান্তি ফিরে আসে, তাই এলাকার শান্তির জন্য আপনারা কাজ করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি মংক্যচিং চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই চ প্রু মাষ্টার, উজানী পাড়া সেবক সংঘের সভাপতি চহ্লা প্রু জিমি।
এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা,মঙ্গলাচরণ,বৌদ্ধ ধর্মীয় বিষয়ে বৌদ্ধ ধর্মীয়গুরুরা বক্তব্য রাখেন। পরে ছোয়াইং গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় তিন পার্বত্য জেলার ৪ শতাধিক বৌদ্ধ ভিক্ষু, হেডম্যান,কারবারী ও বৌদ্ধ নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন