ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

NewsDetails_01

ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল এবং অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মুকুল চাকমার খুঁনীদের ফাঁসির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঙালী সংগঠনগুলো। রোববার দুপুর ২টায় জেলা প্রশাসন প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্বত্য বাঙালী অধিকার আন্দোলন এবং বাঙালী ঐক্য পরিষদের যৌথ আয়োজনে উজ্জ্বল পালের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাঙালী ঐক্য পরিষদ জেলার সাধারণ সম্পাদক মো: ইসমাইল, বাঙালী অধিকার আন্দোলন জেলার সদস্য সচিব এমাদুল হক, কাউখালী উপজেলার ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মো: সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সমাবেশে বলেন, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাস্তবায়ন হলে এ অঞ্চল থেকে বাঙালী জনগণকে চলে যেতে হবে। এ আইন বাঙালীদের স্বার্থ বিরোধী, এ আইন কখনও মেনে নেওয়া যায় না। বক্তারা আরও বলেন, সাবেক সেনা সার্জেন্ট মুকুল চাকমাকে জেএসএসের সন্ত্রাসীরা হত্যা করেছে, অভিলম্বে এ সেনার খুঁনিদের ধরে ফাঁসি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

আরও পড়ুন