মাটিরাঙ্গায় সংরক্ষিত পদে মেম্বার হলেন কুলসুম বেগম

NewsDetails_01

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১১ নভেম্বর অনুষ্ঠিত বেলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় বারে সংরক্ষিত পদে ৬৫ বছর বয়সে মেম্বার হলেন কুলসুম বেগম। তিনি বেলছড়ি ইউনিয়ের ৫নং ওয়ার্ডের (৪,৫,৬) সংরক্ষিত আসনে বিজয়ী হন।

আজ ১৭ ই নভেম্বর (বুধবার) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে সৈজন্য সাক্ষাত করেন তিনি। এ সময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা সহ অনেকে উপস্থিত ছিলেন।

NewsDetails_03

পর পর ২বার সংরক্ষিত আসনে ভোট যুদ্ধে পরাজিত হয়ে ৩য় বার জয়ী লাভ করেন। বার বার প্রতিপক্ষের সাথে পরাজিত হয়েও অধ্যবসায়ী ষাটোর্ধ এই মহিলা থেমে যান নি। নিজেকে তৈরি করছেন নতুনভাবে। নিজেকে বিজয়ী করার লক্ষ্যে এলাকায় কাজ করে গেছেন প্রতিনিয়ত, ধর্য্য এবং সাহসিকতার পরিচয়ের প্রমাণ মিলেছে এ নির্বাচনে। তিনি প্রতিপক্ষকে টপকে মাইক মার্কা প্রতিক নিয়ে ১১৪৪ ভোটে বিজয়ী হবার গৌরব অর্জন করেন।

এছাড়াও কুলসুম বেগম বর্তমানে বেলছড়ির ৫নং ওয়ার্ডের মহিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।

এলাকাবাসির সুখে দুখে পাশে থাকার প্রত্যায় ব্যাক্ত করে কুলসুম বেগম বলেন,দীর্ঘ ৩৫ বছর ধরে আওয়ামী লীগের রাজনৈতিকের সাথে জড়িত ছিলাম। জিবনের শেষ বয়সে এসে এমন একটা জয় পেয়ে এলাকাবাসির প্রতি অত্যান্ত কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি।

আরও পড়ুন