মাটিরাঙ্গায় স্তন ও জরায়ু ক্যান্সার বিষয়ক সেমিনার

NewsDetails_01

মাটিরাঙ্গায় স্তন ও জরায়ু ক্যান্সার বিষয়ক সেমিনার
মাটিরাঙ্গায় স্তন ও জরায়ু ক্যান্সার বিষয়ক সেমিনার
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্তন ও জরায়ু ক্যান্সার বিষয়ক সচেতনতামুলক সেমিনার মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হযেছে।রোববার বেলা সাড়ে ১০টার দিকে দিনব্যাপী সেমিনারের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: জিল্লুর রহমান পিএসসি-জি। মাটিরাঙ্গা সেনা জোন এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: নিশীত নন্দী মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খায়রুল আলম ও মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আবুল হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় মাটিরাঙ্গা সেনা জোনের আবাসিক মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা: আশরাফ ইমাম ভুইয়া ও মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।

NewsDetails_03

রিসোর্স পার্সন হিসেবে সেমিনারে অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং স্তন ও জরায়ু ক্যান্সার বিষয়ে পরামর্শ প্রদান করেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডা: কামরুন নাহার।

স্তন ও জরায়ুুর ক্যান্সার নারীদের জন্য একটি ভয়াবহ ব্যাধি উল্লেখ করে ডা: নিশীত নন্দী মজুমদার বলেছেন, শুধুমাত্র সচেতনতার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। অনুন্নত ও উন্নয়নশীল দেশের নারীরা স্বাস্থ্য সচেতন না বলে এ রোগের বিস্তার বেশি। তিনি নারীদের লজ্জা করে রোগ-ব্যাধিকে লুকিয়ে না রেখে চিকিৎসকের পরামর্শ গ্রহনের পরামর্শ দেন। দিনব্যাপী সেমিনারে মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের বিভিন্ন শিক্ষা বর্ষের কয়েকশ ছাত্রীসহ তাদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন