মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত

NewsDetails_01

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে, প্রায় আট বছরেরও অধিক সময় পরে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮মে) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজীর সভাপতিত্বে কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দলীয় শৃঙ্খলা রক্ষা করে সকলে এক হয়ে কাজ করতে হবে মন্তব্য করে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করে আওয়ামী লীগ সরকার কে পুনরায় ক্ষমতায় আনতে নেতাকর্মী দের প্রতি আহবান জানান তিনি।

মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. দিদারুল আলম দিদার, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরি, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণমিত্র বড়ুয়া, মাটিরাঙ্গা পৌর মেয়র মো.সামছুল হক প্রমুখ বিশেষ অতিথী হিসেবে বক্তব্য দেন।

NewsDetails_03

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এর আগে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোরশেদ খান কাউন্সিলের উদ্বোধন করেন।

কাউন্সিল অধিবেশন ও সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটারদের প্রত্যাক্ষ ভোটে সভাপতি পদে ২য় বারের মতো হারুনুর রশিদ ফরাজী ছাতা প্রতীক নিয়ে ১শত ৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারন সম্পাদক আলাউদ্দিন লিটন চেয়ার প্রতিক নিয়ে ৫৪ ভোট পেয়েছেন।

সাধারন সম্পাদক পদে মো. নুরুল ইসলাম মই প্রতিক নিয়ে ১শত ২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমরান হোসেন পেয়েছেন ১শত ৮ভোট। এছাড়াও সভাপতি পদে হারুন মিয়া টিউব ওয়েল প্রতিক নিয়ে পেয়েছেন ৬ভোট।

অনুষ্ঠানে, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তছলিম উদ্দিন রুবেল ছাড়াও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ গত ২০১৫ সালের ৩০ আগষ্ট মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সে কাউন্সিলে মো. হারুনুর রশীদ ফরাজী সভাপতি ও পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

আরও পড়ুন