মাতলামির শাস্তি

NewsDetails_01

কাপ্তাইয়ে মাতলামি করার অভিযোগে আটক মিলন চন্দ্র ভট্রাচার্য
রাঙামাটির কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যায় মদ্যপান করে মাতলামিসহ স্থানীয়দের অশ্লীল ভাষায় গালিগালাজ করার অপরাধে মিলন চন্দ্র ভট্রাচার্য নামে একজনকে ভ্রাম্যমান আদালতে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়। তার পিতার নাম খন্ড চন্দ্র ভট্রাচার্য। সে কাপ্তাই জেটিঘাট এলাকায় হোটেলে কাজ করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন। এসময় কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১০(২) ধারা লংঘনের দায়ে ২২(ঘ). ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাকে কাল বুধবার রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন