মেয়াদ বিহীন ভিসায় ভ্রমণ : খাগড়াছড়ি ছেড়েছেন সেই ইতালীয়ান

NewsDetails_01

মেয়াদোত্তীর্ণ ভিসা ব্যবহার করে বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে ইতালী নাগরিক রুশোর ভ্রমণ নিয়ে পাহাড়বার্তা’য় ১মার্চ রোববার সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে। আজ সোমবার (২মার্চ) সকালে খাগড়াছড়ি ছেড়ে গেছেন ইতালীর নাগরিক ও দাতাসংস্থা আইসিআরসির ডেলিগেট রুশো। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের কর্মকর্তা আব্দুল গণি।

NewsDetails_03

এর আগে,৫ দিনের সফরে গত ১ মার্চ খাগড়াছড়ি আসে ইতালীর নাগরিক আইসিআরসির ডেলিগেট রুশো। তবে গত ২২ ফেব্রুয়ারি তার বাংলাদেশ ভিসার বৈধ মেয়াদ শেষ হয়ে যায়। এরপরও তিনি বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করছেন। এ বিষয়ে পাহাড়বার্তা অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রচারের পর স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেন।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাবীব উল্লাহ মারুফ জানান, মেয়াদোত্তীর্ণ ভিসা ও শর্ত লঙ্ঘন করে খাগড়াছড়ি অবস্থান করায় ইতালীর এক নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবহিত করা হচ্ছে।

আরও পড়ুন