যেমন কাটে সাংবাদিকদের ঈদ

NewsDetails_01

22222jpg

পাহাড়ে যারা সাংবাদিকতা করেন শুধু ঈদ নয়, তাদের কোন ধরণের ছুটি মেলেনা। বিষয়টি গণমাধ্যমকর্মীরা যেমন জানেন, তেমন জানেন তাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনরা কিন্তু আমজনতা জানে কতটুকু। পরিবার-পরিজন নিয়ে অন্যরা যখন ঈদ উদযাপন করে, গণমাধ্যমকর্মীদের তখন ছুটে চলতে হয় মানুষকে তথ্যসেবা দিতে। রুটি-রুজি আর দায়িত্বের কারণে তাদের ছুটে চলতে হয় দিনের পর দিন। এমন কয়েকজন গণমাধ্যমকর্মী “পাহাড়বার্তা”কে জানাচ্ছেন তাদের অভিজ্ঞতার কথা।

[box type=”info”]

সাংবাদিক আমিনুল ইসলাম বাচ্ছু
সাংবাদিক আমিনুল ইসলাম বাচ্ছু

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি,বার্তা সংস্থা ইউএনবি’র জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বাচ্ছু বলেন,প্রতি বছরের মতো এবারও প্রিয়জনদের সাথে উৎসব আনন্দে ঈদ উদযাপন করছি । কেন্দ্রীয় ঈদগা মাঠে নামাজ আদায় করেছি । এবারে নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর ও ভাল ছিল । ঈদের দিন কোন কোন ঘটনা সাংবাদিকদের ব্যস্ততা বাড়িয়ে দেয় কিন্তু এবার তেমনটি ঘটেনি । এটি অবশ্যই আমাদের জন্য ভালো দিক । অনেকটা চিন্তাহীন ভাবে আছি, সহকর্মীদের বাসায় যাবো সময় পেলে । অনেক বন্ধুদের মিস করছি যারা বান্দরবানে নেই । সকলের কাছে ঈদ মহানন্দের ও উৎসবের হোক এ প্রত্যাশা। [/box]

[box type=”note”]

সাংবাদিক মিনারুল হক
সাংবাদিক মিনারুল হক

বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি মিনারুল হক বলেন, সাংবাদিকদের ঈদ বা যদি ছুটিই বলি তাহলে কেমন যেন হাস্যকর মনে হয় আমার কাছে । কারন ছুটি কোন সময়েই পায় না । আবার পেলেও ছুটি কাটাতে মন চায় না । আসলে নিউজ ছাড়া কিছুই কাজ বলে মনে হয় না । অনেক ঈদ গেছে নামাজে যাওয়ার আগেও নিউজ দিয়েছি, এটি আসলে দায়িত্ববোধ থেকে । আজ ঈদের দিনও নিউজ খুজেঁছি । যাই হোক মানুষের জন্যই তো কাজ করা আমাদের । কিছু করতে পারলে ঈদের আনন্দের চাইতেও বেশি আনন্দ লাগে । [/box]

[box type=”error”]

সাংবাদিক এনামুল হক কাশেমী
সাংবাদিক এনামুল হক কাশেমী

দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এনামুল হক কাশেমী বলেন, আমরা খুব অবহেলিত, আমাদের ঈদেও কোন ছুটি নেই কিন্তু ঢাকার রিপোর্টাররা ছুটি ভোগ করে। আমরা ছুটির জন্য ঈদের আনন্দও উপভোগ করতে পারিনা। এছাড়া বান্দরবান পর্যটন এলাকা হওয়ার কারনে যেকোন উৎসবে অনেক কলিগসহ পরিচিত পর্যটক আসে, তাদের আবদার মেটাতে গিয়ে আসলে আমাদের উৎসব আনন্দ বলে আর কিছু থাকেনা। [/box]

NewsDetails_03

[box type=”tip”]

সাংবাদিক সাদেক হোসেন চৌধুরী
সাংবাদিক সাদেক হোসেন চৌধুরী

পাহাড়বার্তার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী বলেন, ঈদ মানেই আনন্দ। পরিবার-স্বজন- নিজ পরিমন্ডলে আনন্দের অংশীদার হওয়া, আনন্দের ভাগ দেওয়ার জন্য ঈদের মত উপলক্ষ খুব কমই আসে। বিগত সময়ের মতই এবারের ঈদও আনন্দ- উচ্ছ্বাসেরই মূহুত্বে ভরা। পরিবার, বিশেষ করে কচি-কাচার হইহুল্লোড়ে ভরপুর ছিল অনেক বেশি আনন্দের…. আত্মীয়-আত্মার আত্মীয় কিংবা অনাত্মীয় যাদের খুব বেশি মিসড করি তাদের অনেককে পেয়ে অনেক অনেক ভাল লাগার ঈদ আনন্দ উপভোগ করছি, তবে যেহেতু অনলাইন পোর্টাল পাহাড়বার্তা চালু হচ্ছে, সেই হিসাবে পোর্টালটি নিয়ে ব্যস্থ সময় পার করতে হচ্ছে। [/box]

[box type=”info”]

সাংবাদিক ফরিদুল আলম সুমন
সাংবাদিক ফরিদুল আলম সুমন

চ্যানেল টুয়েন্টি ফোরের বান্দরবান প্রতিনিধি ফরিদুল আলম সুমন বলেন,ঈদের দিনে সাধারণতঃ টেলিভিশন চ্যানেলের নিয়মিত সংবাদ বুলেটিনে জেলা পর্যায়ের সংবাদের খুব চাপ থাকেনা। সরকারি অফিস আদালত বন্ধ থাকে বলে সেদিক থেকেও কিছুটা চাপমুক্ত থাকা যায়। কিন্তু, সংবাদে সত্যিই কোনো ছুটি হয়না। সারাক্ষণ একটা মানসিক চাপ বয়ে বেড়াতেই হয়- কখন কোথায় কী ঘটলো। কোথাও সংবাদ হবার মতন কিছু ঘটে গেলে তখন ঈদ কী আর ছুটিই বা কী! সংবাদের পেছনে ছুটে চলাই তখনকার সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়ায়। তাই ঈদের দিন ছুটির দিন হলেও যে কোনো মুহূর্তে সেটা শ্বাসরুদ্ধকর কাজের দিনে পরিণত হতে পারে। এইটুকু মানসিক চাপ এবং প্রস্তুতি নিয়েই আমাদের দিন কাটে। [/box]

[box type=”note”]

সাংবাদিক ফজলুর রহমান রাজন।
সাংবাদিক ফজলুর রহমান রাজন

অনলাইন পোর্টাল সিএইছটি টুডের সম্পাদক, যমুনা টিভির রাঙামাটি জেলা প্রতিনিধি ফজলুর রহমান রাজন বলেন,সরকার ঘোষিত ছুটি সবাই ভোগ করলেও জেলার সাংবাদিকরা ছুটি পায় না, বৈষম্যের শিকার এসব সংবাদিকদের ঈদ কাটে নিরানন্দে। সবচেয়ে বেশী মানসিক চাপে থাকতে হয় নিউজ চ্যানেলগুলো প্রতিনিধিদের, অফিস থেকে কখন কি নিউজ এস্যাইনমেন্ট দেয় সেটি নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। আর ঢাকার সাংবাদিকরা সপ্তাহ কমপক্ষে ২/১দিন ছুটি পায় মফস্বল সাংবাদিকরা বছরে একবার চেয়েও ছুটি পায় না। এছাড়া যে হারে মফস্বল সাংবাদিকদের খাটানো হয় সে হারে সম্মানী দেয়া হয় না। উৎসব, আনন্দ বা পার্বনে সরকারি কর্মকর্তারা যে ছুটি ভোগ করেন ঠিক একইভাবে সাংবাদিকদেরও ছুটি দেয়া হোক। অন্তত যে কয়দিন ছুটি পাওয়া যায় সেই কয়দিন তারা স্ত্রী, সন্তান বা আত্বীয় স্বজনের সাথে আনন্দে সময়টুকু কাটাতে পারে, কোন মানসিক চাপ যেন না থাকে। [/box]

[box type=”tip”]

সাংবাদিক আলাউদ্দিন শাহরিয়ার
সাংবাদিক আলাউদ্দিন শাহরিয়ার

এনটিভির বান্দরবান জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার বলেন, আমাদের কোন ছুটি নেই, সংবাদের পেছনে ছুটে চলার পাশাপাশি ঈদের কিছুটা আনন্দ উপভোগ করতে হয়। পর্যটন এলাকা হওয়ার কারনে ঈদের আনন্দ উপভোগ করতে দেশের বিভিন্ন প্রন্থ থেকে অনেক কলিগ ছুটে আসেন, তাদের সহযোগিতা করা আমাদের জন্য আরেকটি বাড়তি চাপ, এসবের মধ্যে দিয়েই উৎসব আনন্দ উপভোগ করতে হয়। [/box]

আরও পড়ুন