রাঙামাটিতে আওয়ামী লীগের ৫ নেতা ব‌হিস্কার : যুবলীগের ৪ জনকে শোকজ

ইউ‌পি নির্বাচন

NewsDetails_01

ইউ‌পি নির্বাচনে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাঙামা‌টি জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে রাজস্থলী উপজেলার বাঙালহা‌লিয়া ইউ‌নিয়ন আওয়ামী লীগের ৫ জন নেতাকে ব‌হিস্কার করা হয়েছে। একই অ‌ভিযোগে চারজনকে কারন দর্শা‌নো নো‌টিশ দিয়েছে জেলা যুবলীগ। গণমাধ্যমে পাঠানো পৃথক দু‌টি ‌প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

রাঙামা‌টি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর স্বাক্ষ‌রিত বিজ্ঞ‌প্তি‌তে জানানো হ‌য়ে‌ছে, বাঙ্গালহা‌লিয়া ইউ‌নিয়ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিরু‌দ্ধে অবস্থান নেয়ার কার‌ণে রাজস্থলী উপ‌জেলা আওয়ামী লীগেরসহ সভাপ‌তি বিশ্বনাথ চৌধুরী, মং‌চিনু চৌধুরী, বাঙালহা‌লিয়া ইউ‌নিয়ন আওয়ামী লীগের সহ সভাপ‌তি র‌ফিক হাওলাদার, কামাল উ‌দ্দিন, সাধারন সম্পাদক‌ আলমগীর হোসেনকে ব‌হিস্কার করা হয়েছে।

NewsDetails_03

বিজ্ঞ‌প্তিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নি‌র্দেশনা মোতাবেক ব‌হিস্কৃত ব্য‌ক্তিদের পেছনে যারা প্রত্যক্ষ ও প‌রোক্ষভা‌বে মদদ, পরামর্শ ও সহযোগিতা করেছে তাদেরকেও ব‌হিস্কার করা হ‌বে।

এ‌দি‌কে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ইউ‌পি নির্বাচনে বি‌দ্রোহী প্রার্থীর হ‌য়ে কাজ করায় বাঙালহা‌লিয়া ইউ‌নিয়ন যুবলী‌গের ৪ নেতাকে কারন দর্শা‌নো নো‌টিশ দিয়েছে জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

তারা হলেন, রাজস্থলী উপজেলা যুবলী‌গের যুগ্ম সম্পাদক পাবেল দে, বাঙ্গালহা‌লিয়া ইউ‌নিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপ‌তি মং উ চিং মারমা, সদস্য পুলক সাহা, একই ইউ‌নিয়‌নের ৪ নং ওয়ার্ড সাধারন সম্পাদক উ‌য়ে মং মারমা। দলীয় শৃঙ্খলাভ‌ঙ্গকারী এই ৪ জনকে নো‌টিশ প্রা‌প্তির দুই কার্য‌দিব‌সের ম‌ধ্যে লি‌খিত ভাবে জবাব দেওয়ার জন্য বলা হ‌য়ে‌ছে। জেলা যুবলী‌গের সভাপ‌তি আকবর হো‌সেন চৌধুরী ও সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল স্বাক্ষ‌রিত প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এসব তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

আরও পড়ুন