রাঙামাটিতে আত্ম কর্মসংস্থানেই ফেল ভোকেশনালের সবাই !

NewsDetails_01

রাঙামা‌টি টেক্সটাইল ভোকেশনাল ইন‌স্টি‌টিউটে এবার পরীক্ষার্থী ছিল ৮০ জন। আজ রবিবার (৩১ মে) প্রকাশিত এসএসসি ফলাফলে প্র‌তিষ্ঠানের এই ৮০ জনের রেজাল্ট শীটে এফ অর্থাৎ ফেলেএসেছে। শিক্ষার্থীরা সবাই আত্ম কর্মসংস্থা‌ন নামক বিষয়ে একযোগে ফেল করে। এমন ফলাফলে হতভম্ব শিক্ষক, শিক্ষার্থী ও অ‌ভিভাবকরা।

কা‌রিগরী শিক্ষা বোর্ডের অধীনে রাঙামা‌টি টেক্সটাইল ভোকেশনাল ইন‌স্টি‌টিউটের এসব শিক্ষার্থী এবছর এসএস‌সি পরীক্ষায় অংশ নেয়।

NewsDetails_03

নাম প্রকাশে অ‌নিচ্ছুক শিক্ষার্থীরা জানান, যে বিষয়ে ফেল এসেছে, তা কম বেশি সবারই ভাল হয়েছে। এক‌টি মাত্র বিষয়ে সবাই ফেল করবে, এটা মাথায় আসছে না। অথচ, এর চেয়েও ক‌ঠিন বিষয়ে সবাই পাশ করেছে। আমরা অবশ্যই পুনঃ মুল্যায়নের জন্য আবেদন করবো।

রাঙামা‌টি টেক্সটাইল ভোকেশনাল ইন‌স্টি‌টিউটের সুপা‌রি‌নটেন্ট মোঃ শ‌ফিউল আলম বলেন, কোথাও না কোথাও একটা সমস্যা হয়েছে। তা না হলে সবার ক্ষেত্রে এক বিষয়ে কেন ফেল আসবে। বিষয়‌টি নিয়ে উর্ধতন কর্তৃপ‌ক্ষের সাথে কথা বলে পুনঃ বিবেচনার জন্য আবেদন করবো।

আরও পড়ুন