রাঙামাটিতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা : ১৮ জনের বিরুদ্ধে মামলা

NewsDetails_01

রাঙামাটির বাঘাইছড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সময় বিজয় চাকমাকে গুলি করে হত্যার ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বড় ভাই বিনয় চাকমা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত মধ‌্যরাতে মামলাটি বাঘাইছড়ি থানায় নথিভুক্ত করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদ আসাদ।

NewsDetails_03

মামলায় জেএসএস সন্তু লারমা দলের নেতা মনিময় চাকমা ও বড় ঋষি চাকমাসহ দলের ১০ সদস্যের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮ জনসহ মোট ১৮ জনকে আসামি করা হয়েছে।

এই ঘটনায় জেএসএস সন্তু লারমা দলকে দায়ী করে বিবৃতি দিয়েছেন জেএসএস সংস্কার দলের নেতা জোসি চাকমা। কিন্তু হত্যার কথা অস্বীকার করেছেন জেএসএস সন্তু দলের বাঘাইছড়ি থানা কমিটির সাধারণ সম্পাদক নেতা ত্রিদিপ চাকমা।

উল্লেখ‌্য, বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাঙামাটির বাঘাইছড়িতে সরকারি অফিসের ভেতরে ঢুকে গুলি করে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস‌্য সময় বিজয় চাকমাকে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন