রাঙামাটিতে কাপ্তাই হ্রদে পৃথক দুটি বোট ডুবিতে নিহত ৫ : নিখোঁজ ৩

NewsDetails_01

রাঙ্গামাটিতে পৃথক দুটি বোট ডুবিতে ৫ জন নিহত ও ৩ জন নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) শহরের ডিসি বাংলো সংলগ্ন হ্রদের সন্নিকটে ও কাপ্তাইয়ে এই দুই বোট ডুবির ঘটনা ঘটে।শহরের ডিসি বাংলো সংলগ্ন হ্রদের বোট ডুবিতে ৫ নিহত ও কাপ্তাইয়ে বোট ডুবিতে ৩জন নিখোঁজ রয়েছেন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,চট্টগ্রামের কয়লার ডিপো এলাকা থেকে ১৭ জন যাত্রী নিয়ে শুভলং এর উদ্দেশ্যে যাওয়ার সময় রাঙ্গামাটি ডিসি বাংলো হ্রদ সন্নিকটে বোট ডুবিতে নারী শিশুসহ ৫ জনের মৃতদেহ পাওয়া গেছে।এর মধ্যে তাৎক্ষকিভাবে রীনা বেগম, শীলা বেগম ও আফরোজা আক্তার নামে তিনজনের নাম পাওয়া গেছে। অপরদিকে, রাঙ্গামাটি কোতোয়ালী থানার ওসি তদন্ত নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন,এ পর্যন্ত বোট ডুবির ঘটনায় হাসপাতালে পাঁচজনের মরদেহ আনা হয়েছে।

NewsDetails_03

এদিকে স্থানীয় সুত্রে জানা গেছে,রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে পিকনিকের বোট ডুবিতে নারী শিশুসহ ৩ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ১২৭ জনের যাত্রী নিয়ে চট্টগ্রামের নিউ মার্কেট ও নন্দনকানন এলাকা থেকে বাস যোগে কাপ্তাইয়ের শীলছড়ি এলাকায় পৌছানোর পর কর্ণফুলী নদীর ওপারে ওয়াগ্গা চা বাগান দেখতে যাওয়ার সময় নদী পার হতে গিয়ে বোট ডুবে যায়। বোট ডুবিতে নারী শিশুসহ ৩ জন নিখোঁজ রয়েছেন। এরা হলেন, বিনয় (৫), টুম্পা মজুমদার(৩০) দেবলীনা (১০)। ডুবে যাওয়া বোটটিতে ৪৫ জন যাত্রী ছির বলে জানা গেছে। বোটের যাত্রী সকলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন)এর সদস্য বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

কাপ্তাই উপজেলার নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল জানিয়েছেন,কর্ণফুলী নদীতে বোট ডুবিতে নারী শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের অভিযান চলছে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানিয়েছেন, রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে ৫ জন মারা গেছেন। এছাড়া কাপ্তাইয়ে পৃথক নৌকা ডুবির ঘটনায় তিনজন নিখোঁজের খবর শুনেছি।

আরও পড়ুন