রাঙামাটিতে চুলার আগুনে ২২টি বসতঘর পুড়ে ছাই

NewsDetails_01

রাঙামাটি শহরে চুলার আগুনে ২২টি বসতঘর পুড়ে গেছে। আজ শ‌নিবার (৯মে) সকাল ৯ টায় জেলা শহরের রিজার্ভ মুখ এলাকায় চেয়ারম্যান কলোনীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেন। ভুক্তভোগীরা সবাই সাবেক পৌর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের ভাড়া‌টিয়া বলে জানা গেছে।

জানা গেছে, চুলা থেকে আগুনের সূত্রপাত হয়,ফায়ার স্টেশনের তিনটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনে কলোনীর ২২টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

NewsDetails_03

রাঙামাটি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার উদয়ন চাকমা বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনে কত টাকার ক্ষতি হয়েছে আমরা তা হিসাব করছি।

তিনি আরো বলেন,চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারনা করছেন তি‌নি।

আরও পড়ুন