রাঙামাটিতে চোলাই মদসহ একজন আটক

NewsDetails_01

রাঙামাটিতে চোলাই মদসহ আটক বিপিন চাকমা
রাঙামাটিতে চোলাই মদসহ আটক বিপিন চাকমা
রাঙামাটি শহরের বনরূপার কাঁচাবাজার এলাকায় কে বা কারা মদের ব্যবসার নিয়ন্ত্রন করছে তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে না পেলেও অবশেষে চোলাই মদসহ একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম বিপিন চাকমা (২৫)।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৭টায় কোতয়ালী থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপিন চাকমা নামে এই ব্যক্তিকে আটক করে। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণে চোলাই মদ উদ্ধার করা হয়। এসআই মোকাদ্দেস, এসআই সৌরজিৎ, এসআই নাজমুল, এসআই আরিফ এবং এসআই আকবরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন এ এলাকায় একটি বিশেষ সিন্ডিকেট পাহাড়ি চোলাই মদের ব্যবসা করে আসছে। প্রশাসন বারবার অভিযান পরিচালনা করে কিছু ক্ষুদ্র মদ বিক্রেতাদের আটক করলেও রাঘব বোয়ালরা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোকাদ্দেস জানান, এ এলাকা মদের জোন হিসাবে পরিচিতি,প্রশাসন অভিযানকালে প্রকৃত অপরাধীরা গা ঢাকা দেয়। তবে যে কোন সময় তাদের আটক করে এ জোন ধ্বংস করা হবে।

আরও পড়ুন