রাঙামাটিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ : আহত ৫

NewsDetails_01

রাঙামাটি সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত একজন
রাঙামাটি সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত একজন
রাঙামাটি সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ রিয়াদ (২৫), বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র বনি মাহমুদ (২৩), এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান শাওন (২০), পারভেজ (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল এগারোটার সময় কলেজ প্রাঙ্গণে উভয় পক্ষের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড শর্ট গানের গুলি ছুড়ে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশিদ জানান, পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরো জানান, আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করি। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে ৬ রাউন্ড শর্টগানের গুলি ছোড়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা ও সাধারণ সম্পাদক রিয়াদ গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে, ঘটনার জন্য দুই গ্রুপ পরষ্পরকে দায়ি করেছে।
এদিকে, এ ঘটনার তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। ঘটনার রেশ ধরে শহরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। কলেজ ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন