রাঙামাটিতে জব্দ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

NewsDetails_01

রাঙামাটিতে জব্দ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে
রাঙামাটির বিভিন স্থানে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ শনিবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব রইছউল আলম মন্ডলের উপস্থিতিতে জব্দ করা এসব কারেন্ট জাল বিএফডিসি, রাঙ্গামাটি ঘাটে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। এসময় মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ, ডিজিএফআই রাঙ্গামাটি অধিনায়ক কর্ণেল সামশুল আলম, জেলা প্রশাসক একে এম মামনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
বিএফডিসি, রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কারেন্ট জাল জব্দে মৎস্য বিভাগ, নৌপুলিশ ও পুলিশ বিভাগের সহায়তায় এ ধরনের অভিযান চালিয়ে আসছি। যা অব্যাহত থাকবে। পুড়িয়ে ফেলা এসব কারেন্ট জালের বাজারমুল্য প্রায় ১০ লাখ টাকা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন