রাঙামাটিতে পাকুয়াখালী ট্রাজেডি দিবস পালন

NewsDetails_01

pakhuakali-pic222-1রাঙামাটির লংগদুতে পাকুয়াখালী ট্রজেডী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ও সম-অধিকার আন্দোলন লংগদু উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালী পরবর্তী উপজেলা প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন। এসময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাব্বির আহম্মেদ। উপজেলা সমধিকার আন্দোলনের সভাপতি মোঃ খলিলুর রহমান খানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, গুলশাখালী ইউপি চেয়ারম্যান মোঃ আবু নাছির, সমধিকার আন্দোলন রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবছার আলী প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, ৯ সেপ্টেম্বর ঐতিহাসিক পাকুয়াখালী ট্রাজেডি দিবস। এ দিনের ১৯৯৬ সালে রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে ৩৫ নিরীহ বাঙালী কাঠুরিয়াকে শান্তিবাহিনীরা নৃশংশ ভাবে হত্যা করে।
বক্তারা আরো বলেন, তৎকালীন অস্ত্রধারী সংগঠন শান্তিবাহিনী আলোচনার কথা বলে নিয়ে গিয়ে গহীন অরণ্যে এ হত্যাযজ্ঞ চালায়। এসময় হত্যাকৃতদের লাশ পাহাড়ি খাদে ফেলা দেওয়া হয়। এর মধ্যে ২৮ জনের লাশ পাওয়া গেলেও বাকী ৭জনের লাশ পাওয়া যায়নি। এ হত্যাকান্ডের ২০ বছর পার হলেও এখনো তাদের স্বজনরা বিচার পায়নি।
দীর্ঘ বছর বিচার না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছে তাদের পরিবার। বক্তারা এসময় ৩৫ কাঠুরিয়া খুনীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

আরও পড়ুন