রাঙামাটিতে পাসের হার বেশি, বান্দরবানে কম

NewsDetails_01

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৭৮ দশমিক ১১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গত বছর পাস করেছিল ৭৫ দশমিক ৫০ জন। অন্যদিকে এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৯৩ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৯৪জন।

পাবর্ত্য জেলার রাঙামাটিতে পাসের হার ৬৮ দশমিক ৭৫ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৬৫ দশমিক ৪৬ শতাংশ এবং বান্দরবান জেলায় ৬৫ দশমিক ৩৬ শতাংশ।

সোমবার (৬ মে) দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।

NewsDetails_03

মাহবুব হাসান বলেন, ‘এ বছর ১ লাখ ৪৯ হাজার ৯৯২ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪৯ হাজার ৬০৬ জন। এদের মধ্যে এক লাখ ১৬ হাজার ৮৫১ জন পাস করেছে। এবার ৭৮ দশমিক ৪৩ শতাংশ ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ছাত্রী পাস করেছে ৭৭ দশমিক ৮৩ শতাংশ। ৩ হাজার ৭৪১ জন ছাত্রী এবং ৩ হাজার ৬৫২জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।’

ফলাফলে দেখা যায়, অন্যান্যবারের মতো এবার চট্টগ্রাম মহানগরে পাসের হার বেশি। এবার চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮৪ দশমিক ৩৮ শতাংশ। মহানগর ছাড়া চট্টগ্রাম জেলায় পাসের হার ৭৭ দশমিক ২৬ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৭৮ দশমিক ৬০ শতাংশ।

আরও পড়ুন