রাঙামাটিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

NewsDetails_01

রাঙামাটিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কামরুজ্জামান (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরের উন্নয়ন বোর্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত কামরুজ্জামানের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভাঙামোড় ইউনিয়নে, তার পিতার নাম আজগর আলীর।
স্থানীয়রা জানান, বোয়ালখালীর চরণদ্বীপের বাসিন্দা প্রবাসী মো. সেলিম উদ্দীনের ৭তলা ভবনের অনুমোদনবিহীন বর্ধিতাংশ ভবনের কাজ করার সময় ১১হাজার কেবি’র বৈদ্যুতিক তারের সাথে লেগে এ শ্রমিকের মৃত্যু হয়। ভবন নির্মাণের সার্বিক দায়িত্বে থাকা মো. জসীম উদ্দীন তড়িগড়ি করে লাশটিকে স্বাভাবিক মৃত্যু বলে দাফনের চেষ্টা চালায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশ কামরুজ্জামানের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশীদ জানান, এ ঘটনায় ভবনের দায়িত্বে থাকা দু’জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।

আরও পড়ুন