রাঙামাটিতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

NewsDetails_01

রাঙামাটিতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা
বিশ্ব ব্রক্ষান্ডের প্রতিপালক ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে। আজ রবিবার সকালে রাঙামাটি শহরের শাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জেলা জন্মষ্টমী উদযাপন পরিষদের উদ্যেগে আয়োজিত মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী শুধুমাত্র আর্বিভাবের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকলকে কৃষ্ণের দর্শন উপলব্ধি করতে হবে। সকলকে অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে চলতে হবে। আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রায় রাঙামাটি শহরে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ বিভিন্ন রুপে সেজে শোভাযাত্রায় অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি রাঙামাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন