রাঙামাটিতে সেগুন কাঠ জব্দ

NewsDetails_01

রাঙ্গামাটিতে অভিযান চালিয়ে প্রায় ৪ শত ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার রাত ১১ টায় রাজস্থলী উপজেলার নারানগিরি ও বাঙ্গালহালিয়া এলাকা থেকে একটি পিকআপসহ এসব কাঠ জব্দ করা হয়। জব্দ কাঠ পরে রাইখালী রেঞ্জের বাঙ্গালহালিয়া ফরেষ্ট ষ্টেশনে হস্তান্তর করা হয়েছে।

কাপ্তাই সেনা জোন সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারানগিরি ও বাঙ্গালহালিয়া এলাকায় অভিযান চালিয়ে পিকাআপ ভর্তি প্রায় ৪ শত ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে। কাপ্তাই সেনা জোন অটল ৫৬ বেঙ্গলের অধীন বাঙ্গালহালিয়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ হাফিজ আল ফায়সাল অভিযানের নেতৃত্ব দেন। তবে, কাউকে আটক করা যায়নি।

NewsDetails_03

ওয়ারেন্ট অফিসার হাফিজ আল ফায়সাল জানান, একটি চক্র প্রায় রাতের বেলায় কাঠ পাচার করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এই পিকাআপসহ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। কাঠের পাচাররোধে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।

রাইখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, জব্দ কাঠের আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।

আরও পড়ুন