রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ১৩ কোটি টাকার রাজস্ব আয়

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই হ্রদ
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা মৎস্য প্রশিক্ষণ হল রুমে সংবাদ সন্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে বলা হয়- কাপ্তাই হ্রদ, পুকুর,ক্রীক,নদীসহ অন্যান্য চাষকৃত জলাশয় থেকে গেল ১৬-১৭ অর্থ বছরে রাঙামাটিতে ১২ হাজার ৬৭ মেট্রিকটন মাছ উৎপাদন হয়েছে। এর মধ্যে শুধুমাত্র কাপ্তাই হ্রদ থেকে ৮ হাজার ৪২১ মেট্রিক টন মাছ উৎপাদন করা হয়েছে। এই হ্রদ থেকে প্রায় ১৩ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে।
সংবাদ সন্মেলনে আরো বলা হয়, কাপ্তাই হ্রদে খাঁচায় তেলাপিয়া, পাবদা মাছ চাষের জন্য পরীক্ষামূলকভাবে ২০টি খাঁচায় মাছ চাষের উদ্যোগ নেয়া হয়েছে। সফল হলে কাপ্তাই হ্রদ থেকে শতকরা ২৫ ভাগ মাছ উৎপাদন সম্ভব হবে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
আয়োজিত সংবাদ সন্মেলনে বক্তব্যে দেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইয়াসিন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার আসাদুজ্জামান, মৎস্য গবেষনা ইনষ্টিটিউটের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী বেলাল উদ্দীন প্রমুখ।

আরও পড়ুন