রাঙামাটির লংগদুতে জেএসএস’র চাঁদাবাজ আটক

NewsDetails_01

কিরণ বিকাশ চাকমা
রাঙামাটি জেলার লংগদু উপজেলা মহেষপজ্জা এলাকা থেকে কিরণ বিকাশ চাকমা (৫২) নামের জেএসএসএর এক চাঁদাবাজকে আটক করা হয়েছে। বুধবার ভোর রাতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের নেতৃত্বাধীন লংগদু জোন এ অভিযান পরিচালনা করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী বন্দুক, ০৪ টি মোবাইল ও চাঁদার বই উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেএসএস (মূল) এর কয়েকজন সন্ত্রাসী মহেষপজ্জা এলাকায় অবৈধভাবে চাঁদা উত্তোলন করছে জেনে লংগদু জোনের একটি দল অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর উপস্থিতি ঠের পেয়ে অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও কিরণ বিকাশ চাকমা হাতেনাতে ধরা পড়েন। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী বন্দুক, ০৪ টি মোবাইল ও চাঁদার বই উদ্ধার করা হয়। আটককৃত চাঁদাবাজ কিরণ বিকাশ চাকমা জেএসএস (মূল) দলের একজন সক্রিয় সদস্য এবং বাঘাইছড়ি সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী বলে জানা গেছে। আটক কিরণ বিকাশ চাকমাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সুত্র থেকে জানা গেছে।

আরও পড়ুন