রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপু, সম্পাদক মামুন

NewsDetails_01

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি পদে দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. মামুনুর রশিদ মামুন নির্বাচিত হয়েছেন। গোপন ব্যালটে ভোটের মাধ্যমে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দলের সভাপতি হাজী মোঃ শাহ আলমের মৃত্যুতে সভাপতি পদ শূণ্য হওয়া ও সাধারণ সম্পাদক পদ থেকে দীপন তালুকদার দীপু পদত্যাগ করায় পুনরায় উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা বিএনপির উপ নির্বাচনে এ দুই পদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দীপন তালুকদার দীপু মাত্র এক ভোট বেশি পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তিনি পেয়েছেন ৭৪ ভোট। অপরদিকে ভাগ্যের নির্মম পরিহাসে বারবার পরাজিত হওয়া অপর সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম ভুট্টো পেয়েছেন ৭৩ ভোট।

NewsDetails_03

সাধারণ সম্পাদক পদে এ্যাড. সাইফুল ইসলাম পনিরের চেয়ে ৮ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এ্যাড. মামুনুর রশিদ মামুন। তিনি ভোট পেয়েছেন ৭৭টি আর এ্যাড. সাইফুল ইসলাম পনির পেয়েছেন ৬৯টি।

উপ নির্বাচনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। আরও উপস্থিত ছিলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার ও হারুনুর রশিদ, বিএনপি নেতা এ্যাড. দীপেন দেওয়ান, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রাঙামাটি জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবু নাছির, সদস্য সচিব সাবেক দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস।

দলীয় সূত্র জানায়, গত বছরের ১৩ নভেম্বর ঘটা করে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেবার সভাপতি পদে হাজী মোঃ শাহ আলমের সাথে প্রতিদ্বিন্ধিতা করেন সাইফুল ইসলাম ভুট্টো। এতে হাজী মোঃ শাহ আলম পান ৮৯, সাইফুল ইসলাম ভুট্টো পান ৫৬ ভোট। অন্যদিকে এ্যাড. মামুনুর রশিদ মামুন ও এ্যাড. সাইফুল ইসলাম পনির সাধারণ সম্পাদক পদ হতে নিজেদের নাম প্রত্যাহার করে নিলে দীপন তালুকদার দীপু বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। ওই নির্বাচনে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সাইফুল ইসলাম শাকিল।

চলতি বছরের ২১ এপ্রিল জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলমের আকস্মিক মৃত্যুতে সভাপতি পদটি শুন্য হয়ে যায়। পরে উপ-নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে নিজের প্রার্থীতা ঘোষনা করে সরে দাঁড়ান দলের সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু।

আরও পড়ুন