রাঙামা‌টিতে ২৪ ঘন্টায় ৮০ জন করোনায় আক্রান্ত

NewsDetails_01

রাঙামা‌টি‌তে লা‌ফি‌য়ে লা‌ফি‌য়ে বাড়‌ছে ক‌রোনা অাক্রা‌ন্তের সংখ্যা। ‌টে‌স্টের সংখ্যা বা‌ড়া‌নোর সা‌থে সা‌থে বে‌ড়ে‌ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাঙামা‌টি‌তে করোনা শনাক্ত হয়েছেন ৮০ জন। এর মধ্যে রাঙামা‌টি সদ‌রে ৫৫ জন, আর সদ‌রের বাইরের বিভিন্ন উপজেলার ২৫ জন।

এ‌দি‌কে আজ মঙ্গলবার জেলার বিলাইছ‌ড়ি‌তে ক‌রোনায় এক ম‌হিলা ইউ‌পি মেম্বা‌রের মৃত্যু হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৭ জুলাই) রা‌তে রাঙামা‌টি জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

NewsDetails_03

জেলা সি‌ভিল সার্জন অ‌ফিস সু‌ত্রে জানা গে‌ছে, রাঙ্গামাটিতে গত ২৪ ঘন্টায় ২২৯ টি নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা পজিটিভ শনাক্ত হ‌য়ে‌ছে। শনা‌ক্তের হার ৩৪.৯৩%। আক্রান্তের ম‌ধ্যে রাঙামা‌টি সদরে ৫৫ জন, লংগদু ৬ জন, কাপ্তাই ৬ জন, কাউখালী ৫ জন, বিলাইছ‌ড়ি ৪ জন, বরকল ৩ জন ও রাজস্থলীতে ১ জন।

রাঙামা‌টি‌তে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮৪ জন। করোনা আক্রান্ত হয়ে রাঙামা‌টি‌তে এ পর্যন্ত মোট ২২ জনের মৃত্যু হয়েছে।

রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনার ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল বলেন, গত ২৪ ঘন্টায় ৮০ জন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। আইসোলেশনে আছে ১৭ জন। তি‌নি সবাই‌কে স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে চলার অনু‌রোধ ক‌রেন।

আরও পড়ুন