রাঙামা‌টির ১০ ইউ‌নিয়নের কেন্দ্রে কেন্দ্রে গেল ভোটের সরঞ্জাম

NewsDetails_01

চতুর্থ ধাপের ইউ‌পি নির্বাচনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। রোববার জেলার রাঙামা‌টি সদর ও না‌নিয়ারচর উপ‌জেলার ১০ ইউ‌নিয়নে ভোট নেয়ার কথা রয়েছে। ভোটের প্রস্তুতি হিসেবে শনিবার দুপুর থেকেই কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠাচ্ছে কমিশন।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা।

NewsDetails_03

রাঙামা‌টি সদরের ৬ ইউ‌নিয়নের ৫৪টি কেন্দ্র ও না‌নিয়ারচরের ৪ ইউ‌নিয়‌নে ৩৬টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য শনিবার নির্বাচনের যাবতীয় সরঞ্জাম পৌঁছে গেছে। দুপুর ১২টায় কেন্দ্রগুলোতে ভোটের সামগ্রী পাঠানো হয়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোট গ্রহণ কর্মকর্তারাও গেছেন কেন্দ্রগুলোতে।

রাঙামা‌টির সি‌নিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শ‌ফিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় নির্বাচনি সামগ্রী কেন্দ্রে নিয়ে গেছেন। নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে ভোট হবে।

আরও পড়ুন